ওয়েবসাইট
সাধারণত ওয়েবসাইট হল একই ডোমেইন এর অধীনে একাধিক ওয়েব পেইজের সমষ্টি। যেকোন প্রতিষ্ঠানের
অনলাইন পরিচয় হল একটি ওয়েবসাইট।
প্রতিষ্ঠানগুলো একটি ওয়েবসাইট তৈরি করে যাতে ইন্টারনেটে তাদের সম্পর্কে এবং তাদের সার্ভিস সম্পর্কে
সবাই জানতে পারে। এইধরনের ওয়েবসাইট গুলোকে বলা হয় প্রতিষ্ঠানিক ওয়েবসাইট।
এর পাশাপাশি আরো অনেক ওয়েবসাইট রয়েছে, যেমন: ব্যবসায়িক বা ব্যাক্তিগত৷ এই ধরনের ওয়েবসাইটগুলোতে টিপস, আইডিয়া, বিনোদন, খবর সম্পর্কে দেয়া থাকে। যারা ওয়েবসাইট সম্পর্কে জানে তারা বিভিন্ন উপায়ে টাকা উপার্জন করতে পারে। ব্যবসায়ের উন্নতির জন্য একটি ওয়েবসাইটের গুণাগুণ অনেক বেশি।
♦♦️
ওয়েবসাইট একটি শক্তিশালী মার্কেটিং মাধ্যম।
বর্তমানে সবাই ক্রয় বিক্রয়ের আগে সেই দ্রব্য এবং কোম্পানি সম্পর্কে জানার জন্য ইন্টারনেটে সেই কোম্পানির ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেন।এমনকি কেউ যদি দ্রব্যটি নাও কিনতে চান তবু তারা দ্রব্য এবং কোম্পানি সম্পর্কে কোম্পানির ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেন । এভাবে ওয়েবসাইটের মাধ্যমে খুব দ্রুত ও সহজেই যেকোন ব্যবসা মানুষের কাছে পরিচিতি পাচ্ছে।
ওয়েবসাইট ক্রেতাকে প্রভাবিত করে।
একটি ছোট বা বড় ব্যবসার নি:সন্দেহে একটি ওয়েবসাইট থাকা প্রয়োজন। যদি ব্যবসায়িক ওয়েবসাইট না থাকে তাহলে ক্রেতা ধরেই নিতে পারেন এটি একটি সল্প সাময়িক কোম্পানি। ।একটি ওয়েবসাইট আপনার ব্যবসা সম্পর্কে মানুষের মনে আস্থা গড়ে তুলতে পারে।তাই বলা যেতেই পারে আপনার সাইটটিই হতে পারে কোন ক্রেতাকে আকর্ষণ করার প্রথম সুযোগ ও অন্যতম উপায়।
ব্যবসার মান উন্নত করে।
বর্তমানে এমন কিছু নেই যা ইন্টারনেটের মাধ্যমে ক্রয় বা বিক্রয় করা যায় না এবং এর হার দিনদিন বেড়েই চলেছে। বই থেকে শুরু করে মুদির দোকানের জিনিসপত্র কিংবা রিয়েলস্টেটের মত দামী উপকরণও এখানে কেনাবেচা চলছে ।যে কোন ব্যবসার সাথে জড়িত ব্যক্তি তার ব্যবসাকে আরও উন্নত ও আধুনিকায়ন করতে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন।এতে ব্যবসা আরও দ্রুত প্রাণবন্ত ও জীবন্ত হয়ে উঠে।
বাজারের অন্য সকল ব্যবসার সাথে প্রতিযোগিতায় নিয়ে আসা
বর্তমানে বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিজস্ব একটা ওয়েবসাইট রয়েছে। কিন্তু বর্তমান সময়ে যারা নিজস্ব ওয়েবসাইট না এসে ব্যবসা থেকে অনেক পিছিয়ে পড়েছে।কেননা বর্তমানে মানুষ সবকিছু ইন্টারনেটের মাধ্যমে খোঁজখবর নিয়ে থাকে। যেকোনো জিনিস কেনাবেচার জন্য তারাও ইন্টারনেটে সার্চ দিয়ে থাকে। তাই যে সকল ব্যবসায়ী নিজস্ব ওয়েবসাইট আছে তারা খুব সহজেই সবার নজরে চলে আসে এবং অনেক লাভবান হয়।
আর যাদের ওয়েবসাইট থাকেনা তারা সহজে কারো নজরে চলে আসে না এবং তারা অনেক ব্যবসা থেকে পিছিয়ে থাকে।তাই বলা যায় ব্যবসায়িক ক্ষেত্রে সবার আগে এগিয়ে থাকতে চাইলে একটি ওয়েবসাইটের অবশ্যই প্রয়োজন।কেননা একটি ওয়েবসাইটকে কাজে লাগে এই ব্যবসায় উন্নতি সাধন করা সম্ভব।
বিভিন্ন তথ্য সংগ্রহ
সরকারি ওয়েবসাইট গুলো থাকার ফলে আমরা যেকোন তথ্য খুব সহজ ভাবে পেয়ে যাচ্ছি। বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্ট, ভূমি বা জমিজমা সংক্রান্ত তথ্য, বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ইত্যাদির মত মতো আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা ওয়েবসাইট থেকেই পেয়ে থাকি।যেকোনো কারো যে কোন তথ্য জানার হলে সবাই এখন সেটা ইন্টারনেটে আগে সার্চ করে জেনে নেয়।
এবং যেকোন বিষয় এর সব তথ্য এই ওয়েবসাইটে দেয়া থাকে।তাই খুব সহজেই তথ্য পেতে ওয়েবসাইটের ভূমিকা অপরিহার্য।