ফেসবুক বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও বড় সোশ্যাল প্লাটফরম যেখানে সবধরনের ক্রেতা বা গ্রাহক বিচরণ করে।
বাংলাদেশের প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ার কথা বললেই ফেসবুক এর কথা সবার উপরে থাকবে।
অনলাইন বিজনেসের জন্যে একটি প্রফেশনাল ফেসবুক পেইজ খোলা খুবই গুরুত্ত্বপূর্ন। ফেসবুক পেইজ খোলা কম বেশি সবাই হয়তো পারে । তবে একটি বিজনেসের জন্যে পার্ফেক্ট পেজ খোলার ক্ষেত্রে এমন কিছু বিষয় খেয়াল রাখা উচিৎ যা আপনার ফেসবুক পেইজকে একটি প্রফেশনাল লুক দেবে । অল্প কিছু সময় নিয়ে এই আর্টিকেল টি পুরো পরলে আপনিও আপনার বিজনেসের জন্যে একটি প্রফেশনাল ফেসবুক পেইজ খুলতে পারবেন ।
পেইজ খোলার ধাপ সমূহ :
পেইজ এর Create করা এবং নাম দেওয়া।
পেজের Category নির্বাচন।
পেইজ এর ক্যাটাগরি নির্বাচন।
প্রোফাইল পিকচার সেট করা।
কভার ফটো সেট করা।
About লেখা ।
পেইজ ইনফো লেখা। যেমন : নাম্বার, ওয়েবসাইট, ইমেইল এড্রেস ইত্যাদি।
সেটিংস ঠিক করা।
Call – To – Action বাটন যুক্ত করা।
সব কিছু complete হলে পেইজ Rank করার জন্য পেইজে কয়েক হাজার লাইক দিতে পারেন এবং আপনার ফ্রেন্ড লিস্ট এর সবাইকে invitation মেসেজ পাঠাতে পারেন।
আপনার বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী নিয়মিত পোস্ট করবেন।